৫ বছরেও শেষ হয়নি নিয়োগ, ফল প্রকাশের দাবিতে মানববন্ধন
খাদ্য অধিদপ্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির (১৩-২০ গ্রেডের) কর্মচারী নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশীরা। তারা জানান, ২০১৮ সালের ১১ জুলাই ২৪টি পদে এক হাজার ১৬৬ জনের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য অধিদপ্তর। প্রায় পাঁচ বছর হয়ে গেলেও এখনো চূড়ান্ত ফলাফল দেওয়া হয়নি।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় খাদ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন ২০-৩০ জন চাকরিপ্রত্যাশী। তারা জানান, ২০১৮ সালের ১১ জুলাই ২৪টি পদে এক হাজার ১৬৬ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সেখানে প্রায় ১৪ লাখ নিয়োগপ্রত্যাশী আবেদন করেন। যার প্রিলিমিনারি (লিখিত) পরীক্ষা ২০২১ সালের ৫ নভেম্বর থেকে শুরু করে ২০২২ সালের ৭ জানুয়ারি পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভাগীয় শহরগুলোতে সম্পন্ন হয় এবং বিভিন্ন পদের ভাইভা গত বছরের ২৭ মার্চ থেকে ১১ এপ্রিল পর্যন্ত ঢাকায় সম্পন্ন হয়। আমরা আশা করেছিলাম ভাইভা শেষে দ্রুত সময়ের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।
কিন্তু অদৃশ্য কারণে চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। যেখানে এর পরে অনুষ্ঠিত অন্যান্য সরকারি চাকরি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পদায়ন হয়ে যাচ্ছে। কিন্তু খাদ্য অধিদপ্তর সেখানে নীরব। বার বার অধিদপ্তর থেকে রেজাল্ট প্রকাশের মৌখিক আশ্বাস দেওয়া হলেও ফলাফল প্রকাশ করা হচ্ছে না।
অধিদপ্তরের এ আচরণে আমরা হতাশায় ভুগছি। আমরা গত ২ জানুয়ারি অধিদপ্তরের সামনে ও জাতীয় প্রেস ক্লাবের সামনে চূড়ান্ত ফলাফল প্রকাশের দাবিতে মানববন্ধন করি। সেখানেও দ্রুত ফলাফল প্রকাশের দাবি উঠে। তারপরেও ফলাফল প্রকাশ করা হয়নি। ফলে বৃহত্তর আন্দোলন ছাড়া ফলাফল প্রকাশ হবে না বলে আমরা মনে করছি। তাই আজ খাদ্য অধিদপ্তরের সামনে মানববন্ধনে অংশ নিয়েছি। পরবর্তীতে আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন করব।
মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রত্যাশী সুমন হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমরা প্রিলি ও রিটেন উত্তীর্ণ হয়ে এক বছর আগে ভাইভা দিয়েছি। কিন্তু আজ পর্যন্ত রেজাল্ট দেয়নি। কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা নানা তালবাহানা করে। শিগগির রেজাল্ট দেওয়ার কথা বলেও অজানা কারণে রেজাল্ট দেয়নি। আমাদের অনেকেরই চাকরির বয়স শেষ। আমরা সবাই রেজাল্টের আশায় আছি।
মানববন্ধনে অংশ নেওয়া আরেক চাকরিপ্রত্যাশী বলেন, ডিজিটাল বাংলাদেশে একটা চাকরির পরীক্ষার রেজাল্ট দিতে পাঁচ বছর লাগার কথা না। আমাদের পরিবারের সদস্যরা আমাদের দিকে চেয়ে আছে শুধু এই একটা রেজাল্টের জন্য। আমরা এখানে অবস্থান নিয়েছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। অধিদপ্তরের ডিজির সঙ্গে দেখা করে স্মারকলিপি দেওয়ার জন্য অপেক্ষা করছি।
আন্দোলনকারীরা জানান, ৩ মার্চের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ না করলে ৪ মার্চ থেকে খাদ্য অধিদপ্তরের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করব।
Collected from dhakapost