সিলেটে চাকরি মেলার উদ্বোধন, চাকরি দেবে ২৮ প্রতিষ্ঠান
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেশাবিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধন হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল গ্রাউন্ডে এ মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হাকিম, প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী ও ক্লাবটির উপদেষ্টা অধ্যাপক মো. মোজাম্মেল হক।
উদ্বোধনকালে কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা যে যেখানে গিয়েছেন, সেখানেই তাঁরা ভালো করছেন। তাঁদের মাধ্যমে পরবর্তী গ্র্যাজুয়েটদের কদর বৃদ্ধি পাচ্ছে। শুধু দেশে নয়, বিদেশেও আমাদের গ্র্যাজুয়েটরা দক্ষতার সঙ্গে গবেষণা ও বিভিন্ন চাকরিতে কাজ চালিয়ে যাচ্ছেন।’
আয়োজকেরা জানিয়েছেন, ক্যারিয়ার ক্লাবের আয়োজিত মেলায় দেশের ২৮টি প্রতিষ্ঠান প্রায় ৩০০ জনের চাকরির সুযোগ দেবে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পাঠাও, আইপিডিসি ফাইন্যান্স, অথল্যাব, প্রাণ-আরএফএল গ্রুপ, ডরিক, লিঙ্ক-৩, আরলা ফুড, অ্যাপেক্স, এডিসন রিয়েল এস্টেট, ক্রাউন সিমেন্ট, ইয়ো টেক, নাভানা গ্রুপ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, সিলেট ইম্পিরিয়াল হাসপাতালসহ বিভিন্ন জাতীয় ও বহুমুখী প্রতিষ্ঠান।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর শূন্য পদের জন্য জীবনবৃত্তান্ত গ্রহণ করা হবে। পরে বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে। এ মেলায় সিলেটের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের স্নাতকদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।
Collected from prothomalo