Facebook Youtube Twitter LinkedIn
...
সরকারি চাকরিতে বদলি আদেশ অমান্য করলে বেতন বন্ধ

রিপোর্ট করা হবে যে, চাকরিতে তার ভূমিকা ‘অসন্তোষজনক’। এই রিপোর্ট পদোন্নতির মূল্যায়নে বিবেচনা করা হবে।

বদলির আদেশ ইস্যু হলে এখন থেকে সেটি অবশ্যই পালন করতে হবে। কেউ আদেশ পালন না করে বাতিলের জন্য বাহ্যিকভাবে চাপ প্রয়োগ করলে, শৃঙ্খলা ভঙ্গজনিত অপরাধ হিসেবে গণ্য হবে।

এতদিন এডিসি না হয়ে জেলা প্রশাসক হওয়া গেলেও এখন এডিসি হিসেবে নূন্যতম ছয় মাসের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ও পাঁচ বছরের এসিআর এবং সমগ্র চাকরি জীবনের শৃঙ্খলাজনিত প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।

জেলা প্রশাসক হওয়ার ক্ষেত্রে সপরিবারে কর্মস্থলে অবস্থানে আগ্রহ অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করবে সরকার। পদায়নের ক্ষেত্রে আর্থিক বছর ও বর্ষপঞ্জি, প্রশিক্ষণ, পঠিত বিষয়, কাজের প্রকৃতি ও কর্ম-অভিজ্ঞতা বিবেচনা করা হবে। মাঠ পর্যায় থেকে মন্ত্রণালয়ে পদায়নের ক্ষেত্রে ব্যাচভিত্তিক জ্যেষ্ঠতাকে গুরুত্ব দেবে সরকার।

collected from deshbarta