Facebook Youtube Twitter LinkedIn
...
আবারও কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে মেটা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা আবারও নতুন করে কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। চলতি সপ্তাহেই প্রতিষ্ঠানটি কয়েক হাজার কর্মী ছাঁটাই করবে বলে এই বিষয়ের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত বছরের অক্টোবরে ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে ফেসবুক, যা প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ১৩ শতাংশ। সে সময় বলা হয়েছিল, বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০০৪ সালে প্রতিষ্ঠার পর গত ১৮ বছরে এটাই প্রথমবারের মতো কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত। এবারও কয়েক হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মেটা পরিচালক ও ভাইস প্রেসিডেন্টদের ছাঁটাই করা যেতে পারে এমন কর্মীদের তালিকা তৈরি করতে বলেছে। এই তালিকা দেখে শিগগির তাঁদের ছাঁটাই করা হবে। এ বিষয়ে গতকাল সোমবার জানতে চাইলে মেটার একজন মুখপাত্র কোনো মন্তব্য করেননি।
সংশ্লিষ্টরা বলছেন, কর্মী ছাঁটাইয়ের এই ধাপ আগামী সপ্তাহেই চূড়ান্ত হতে পারে। যাঁরা এ পরিকল্পনায় কাজ করছেন, তাঁরা আশা করছেন, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ তাঁর তৃতীয় সন্তানের জন্য পিতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে।
চলতি ২০২৩ সালকে মেটার জন্য ‘দক্ষতার বছর’ হিসেবে ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। মেটা জানায়, চলতি বছর তাদের ব্যয় ৮৯ থেকে ৯৫ বিলিয়ন ডলার, অর্থাৎ ৮ হাজার ৯০০ কোটি থেকে ৯ হাজার ৫০০ কোটি ডলারের মধ্যে থাকবে। এ জন্য প্রতিষ্ঠানটি নতুন করে আরও কর্মী ছাঁটাই করবে বলে মনে গুঞ্জন রয়েছে। সে জন্য বাজেট চূড়ান্ত করতে বিলম্ব করছে প্রতিষ্ঠানটি। তবে এবার ঠিক কত কর্মী ছাঁটাই হতে পারে, তা জানা যায়নি।
এর আগে করোনা–পরবর্তী সময়ে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের ইস্যু নিয়ে সমালোচনার মুখে পড়ে মেটা। এর মধ্যেই প্রতিষ্ঠানটি জানিয়েছিল, সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ এবং তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা ভাতা বাড়ানো হয়েছে।
গত ১৫ ফেব্রুয়ারি মেটার পক্ষ থেকে জানানো হয়, জাকারবার্গ ও তাঁর পরিবারের সদস্যরা বছরে মোট ১ কোটি ৪০ লাখ ডলার নিরাপত্তা ভাতা পাবেন। আগে এর পরিমাণ ছিল ৪০ লাখ ডলার। সেই হিসাবে, নিরাপত্তা ভাতা বাড়ানো হয়েছে ১ কোটি ডলার।
Collected from prothomalo