সামাজিক যোগাযোগমাধ্যম ও ফেইসবুকভিত্তিক অনলাইন উদ্যোক্তাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হলো ‘এফ-কমার্স সামিট ২০২৩’।
শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে অনুষ্ঠিত দিনব্যাপী আয়োজন অংশ নেন নির্বাচিত ৩০০ জন উদ্যোক্তা। আইসিটি ডিভিশনের এটুআই প্রকল্প ও এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় সম্মেলনের আয়োজন করে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান মেলোনেডস ডিজিটাল। সম্মেলনে টাইটেল স্পন্সর ‘এইচটিটিপুল’ এবং সহযোগী ছিলো বিকাশ। এছাড়া স্ট্রাটেজিক ও ব্রডকাস্ট পার্টনার ছিল নেক্সাস টিভি।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ মফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবেই উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রজেক্ট ডিরেক্টর ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।
এফ-কমার্সের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী নবীন উদ্যোক্তাদের প্রতি জোর দেয়া হয় সম্মেলনে।
আয়োজকরা জানান, অনলাইন ব্যবসায়ের মাধ্যমে তরুণদের অনেক বেশি ক্ষমতায়ন সম্ভব। সম্মেলনে পরিচালিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের জন্য অংশগ্রহণকারীদের প্রশংসাপত্র দেওয়া হয়েছে।
সম্মেলনে সহযোগী হিসেবে ছিলো নেক্সাস টিভি, পি আর পার্টনার – ব্যাকপেইজ পিআর, উইক্যান ফাউন্ডেশন, আলোকিত নারী ফাউন্ডেশন ও উদ্যোক্তার খোঁজে।
Collected From Risingbd