অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার ২.৯ বিলিয়ন ডলারের ঋণের অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, এর ফলে দেশটির অর্থনৈতিক সংকট কিছুটা শিথিল হতে পারে।
আইএমএফ বোর্ড ঋণটি অনুমোদন দেওয়ার বিষয় নিশ্চিত করেছে। অনুমোদনের ফলে শ্রীলঙ্কার অর্থনীতি পুনরুদ্ধারে চার বছর কর্মসূচি এবং ঋণের অর্থ ছাড়ের পথ সুগম হলো।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা সতর্ক করে বলেছেন, শ্রীলঙ্কাকে অবশ্যই কর সংস্কার এবং দরিদ্রদের জন্য বৃহত্তর সামাজিক সুরক্ষা কর্মসূচি জারি রাখতে হবে। একই সঙ্গে অর্থনৈতিক সংকটের মূল কারণ দুর্নীতির লাঘাম টেনে ধরতে হবে।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রণিল বিক্রমাসিংহে এক বিবৃতিতে সোমবার বলেছেন, আইএমএফ ও আমাদের আন্তর্জাতিক অংশীদারদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের সমর্থনের জন্য।
২০২২ সালের এপ্রিলে খেলাপি হয় শ্রীলঙ্কা। দেশটির স্বাধীনতা লাভের পর এটিই ছিল সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকট। বিদেশি মুদ্রার রিজার্ভ কমে যাওয়াতে এই সংকট আরও তীব্র হয়।
Collected From Banglatribune