Facebook Youtube Twitter LinkedIn
...
রেজিস্ট্রেশন নবায়নের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

রেজিস্ট্রেশন নবায়নের দাবি জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের
রে‌জি‌স্ট্রেশ‌ন নবায়‌নের মাধ‌্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১০ থে‌কে ২০১৫ সেশ‌নের শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সু‌যোগ চেয়ে সংবাদ সম্মেলন করেছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) জাতীয় প্রেসক্লা‌বের মাওলানা আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজের অনার্স ও ডিগ্রির শিক্ষার্থীরা এ দা‌বি জানান।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব‌্য পাঠ ক‌রেন খুলনার খান সা‌হেব কমরউদ্দিন ডি‌গ্রি ক‌লেজের ডি‌গ্রি ২০১৪-১৫ সেশ‌নের শিক্ষার্থী মো. আমিরুল ইসলাম।


লি‌খিত বক্ত‌ব্যে তি‌নি ব‌লেন, ক‌রোনার কারণে আমা‌দের ক্লাস পরীক্ষা বা‌তিল হ‌য়ে যায়। ফ‌লে অ‌‌নে‌কের রে‌জি‌স্ট্রেশ‌নের মেয়াদ শেষ হ‌য়ে যায়। আগের নিয়ম অনুযায়ী রে‌জি‌স্ট্রেশন নবায়ন ক‌রে পরীক্ষা দেওয়া ‌যেতো। কিন্তু আমা‌দের কোনও নো‌টিশ বা কোনও কিছু না জা‌নি‌য়ে রে‌জি‌স্ট্রেশ‌ন নবায়‌নের‌ মেয়াদ বা‌তিল করা হ‌য়ে‌ছে। এই সিদ্ধান্তের ফ‌লে আমা‌দের জীব‌নে অন্ধকার নে‌মে এসে‌ছে।

খুলনা সরকা‌রি ব্রজলাল ক‌লেজ ইং‌রে‌জি বিভা‌গের অনা‌র্সের শিক্ষার্থী মাশুকুর রহমান ব‌লেন, আমার ৩০‌টি কোর্সের ম‌ধ্যে ২৯‌টি কো‌র্সে পাস ক‌রে‌ছি। এক‌টি কো‌র্সে ২ বার পরীক্ষা দেওয়ার প‌র ফেল এসে‌ছে। ২ বারই চ‌্যা‌লেঞ্জ ক‌রার পরও ফলের কোনও প‌রিবর্তন আসে‌নি। এবার আবার পরীক্ষা দি‌তে চাইলে কর্তৃপক্ষ বল‌ছে নতুন নিয়ম অনুযায়ী রে‌জি‌স্ট্রেশ‌নের মেয়াদ আর নবায়ন করা হ‌বে না। তাই আমি আর পরীক্ষা দি‌তে পার‌ছি না।


সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছি‌লেন টাঙ্গাইল, খুলনাসহ বি‌ভিন্ন অঞ্চলের ক‌লে‌জের শিক্ষার্থীরা।

Collected From Banglatribune