Facebook Youtube Twitter LinkedIn
...
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৯ দিনের ছুটি শুরু

পবিত্র মাহে রমজান, শবে কদর ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোমবার (২৭ মার্চ) থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছুটি শুরু হয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে রমজান ও ঈদের আনন্দ ভাগাভাগি ও ছুটি কাটাতে ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (২৩ মার্চ) ইস্যু করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭ মার্চ থেকে ৬ মে পর্যন্ত জাবির শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে অফিস বন্ধের বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি। ছুটি শেষে ৭ মে থেকে ক্লাস ও অফিস কার্যক্রম শুরু হবে।


এর আগে ২১ মার্চ রহিমা কানিজের সই করা  আরেকটি বিজ্ঞপ্তিতে রমজান মাসে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসের নতুন সূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটিতে কোনও বিভাগ ক্লাস নিতে চাইলে সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত ক্লাস নিতে পারবে। একই সময়ে অফিস কার্যক্রমও চলবে।
Collected From Banglatribune