Facebook Youtube Twitter LinkedIn
...
বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ঢাবিকে এগিয়ে যেতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গর্ব করার মতো অসংখ্য বিষয় রয়েছে। সময় অনেক এগিয়েছে। এখন পরিবর্তনের গতি অনেক বেশি। ১৫ বছর আগেও বিশ্ব যে গতিতে এগোচ্ছিল, এখন সেই গতি নেই। এখন গতি আরও বেড়েছে। সেই গতির সঙ্গে তাল মিলিয়ে ঢাবিকে এগিয়ে যেতে হবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে। 

মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সমাজ পরিবর্তনে শিক্ষার্থী’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ৫৩০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয় ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (ডুআ)।


শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের প্রায় দেড় শতাধিক বিশ্ববিদ্যালয় আছে। সেগুলোর অনেক গবেষণায়, র‍্যাংকিংয়ে অনেক ভালো করছে। ঐতিহ্য ইতিহাসের সঙ্গে সম্পর্ক রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে যেতে হবে।’


তিনি বলেন, ‘অ্যালামনাইয়ের উদ্যোগগুলো বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যাওয়ার গতি ত্বরান্বিত করবে। সারা বিশ্বে অ্যালামনাইয়ের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হয়। আমাদের দেশে এই শক্তিকে ব্যবহার করা হয় না।’ অন্যান্য উদ্যোগের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ফান্ড তৈরির আহ্বান জানান মন্ত্রী। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্যতম ছিল শিক্ষা। যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধু শিক্ষা খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছিলেন।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, ঐতিহ্য, মূল্যবোধ, আদর্শ পূর্বসূরিরা যেভাবে ধারণ করেছেন, বর্তমান শিক্ষার্থীদেরও একই মূল্যবোধ ধারণ করার আহ্বান জানান তিনি।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ।

অনুষ্ঠানে সভাপ্রধান ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ। উপস্থিত ছিলেন মহাসচিব মোল্লা মোহাম্মাদ আবু কাওছার।

Collected From Banglatribune