Facebook Youtube Twitter LinkedIn
...
দেড় কোটি শেয়ার বিক্রি করবে বারাকার পরিচালকরা

পুঁজিবাজারে জ্বালানি ও বিদ্যুৎ খাতে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের তিন জন পরিচালক ১ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ২৩৬টি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে উল্লিখিত পরিমাণ শেয়ার কোম্পানির দুই কর্পোরেট পরিচালক ক্রয়ের ঘোষণা দিয়েছেন। এছাড়া, কোম্পানিটির আরেক কর্পোরেট পরিচালক ১০ লাখ ৪৫ হাজার ৯৫৮টি শেয়ার বিক্রয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বারাকা পাওয়ারের পরিচালক মো আহসানুল কবির, ফয়সাল আহমেদ চৌধুরী এবং নানু কাজী মোহাম্মদ মিয়া যথাক্রমে ৪৭ লাখ ১২ হাজার ৯৪৮টি, ৪৮ লাখ ৯৪ হাজার ১২২টি এবং ৪৭ লাখ ১০ হাজার ১৬৬টি শেয়ার বিক্রি করার ঘোষণা দিয়েছেন।

এদিকে, কর্পোরেট পরিচালক এনআরবি ভেঞ্চারস (প্রা.) লিমিটেড এবং ফিউশন হোল্ডিংস (প্রাইভেট) লিমিটেড বর্তমান বাজার দরে (ব্লক মার্কেটে) যথাক্রমে ৪০ লাখ ২৯ হাজার ২৪৪টি এবং ১ কোটি ২ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার কেনার ইচ্ছা প্রকাশ করেছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার ক্রয়-বিক্রয় সম্পন্ন করতে হবে।

এছাড়া, আরেক কর্পোরেট পরিচালক কর্ণফুলী হারবার লিমিটেড বারাকা পাওয়ারের ৬২ লাখ ৬৯ হাজার ৪৫১টি শেয়ারের মধ্যে ১০ হাজার ৪৫ হাজার ৯৫৮টি শেয়ার বর্তমান বাজার দরে (ব্লক মার্কেটে) বিক্রয়ের ঘোষণা দিয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঘোষণাকৃত শেয়ার বিক্রয় সম্পন্ন করতে হবে।
Collected From Risingbd