অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে এডুকেশনাল কন্সালটেন্সি প্রতিষ্ঠান পিএফইসি গ্লোবাল রাজশাহীর উপশহরের প্রজেক্ট হেডওয়ের অফিসে আয়োজন করতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৩।’
অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীরা এই ইভেন্টটিতে অংশগ্রহণ করতে পারবে। এক্সপোটি আগামী ১৮ই মার্চ (শনিবার) সকাল ১১টা থেকে বিকেল ৫:৩০টা পর্যন্ত চলবে।
যে সকল শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত বিষয়ে পড়াশোনা করতে চায় এবং বিদেশে নিরাপদ ভবিষ্যত কর্মজীবন গড়তে চায় তারা ‘পিএফইসি গ্লোবাল: ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’-তে অংশ নিতে পারে। সেখানে তারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৃত্তি এবং ইন্টার্নশিপের সুবিধা নিয়ে আলোচনা করতে পারবে।
পিএফইসি গ্লোবাল কর্তৃপক্ষ জানায়, ‘শিক্ষার্থীরা ১০০% পর্যন্ত বৃত্তির সুযোগ এবং ৫ বছর পর্যন্ত পড়াশোনা ও পরবর্তী কাজের সুবিধা নিয়ে সব ধরণের সহায়তা পাবে কোনো চার্জ ছাড়াই। ইভেন্টের প্রতিটি অংশগ্রহণকারীর জন্য থাকছে কিছু আকর্ষণীয় উপহার।’
Collected From RTVonline