আগামি অন্তত ৫ বছর সারা বিশ্বের চাকরির বাজারে চলবে টালমাটাল পরিস্থিতি। নতুন চাকরির তুলনায় ছাঁটাই হবে বেশি। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক এক রিপোর্টে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে।
‘ফিউচার অফ জবস’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০২৭ সাল পর্যন্ত বিশ্বে চাকরি হারাতে পারেন প্রায় ৮ কোটি ৩০ লক্ষ মানুষ। অন্য দিকে, ওই সময়সীমার মধ্যে ৬ কোটি ৯০ লক্ষ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। মোট ৮০৩টি কর্পোরেট সংস্থার মূল্যায়ন করে এই রিপোর্ট প্রকাশ করেছে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ)। বিশ্বজুড়ে চাকরির বাজারে আগামী ৫ বছরের অনিশ্চয়তার পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে। বলা হয়েছে, চাকরি হারানো এবং নতুন চাকরি পাওয়াদের সংখ্যা সামগ্রিক ভাবে পৌঁছতে পারে চাকরির বাজারের ২৩ শতাংশে।
ওই সময়সীমার মধ্যে বিশ্বে ১০.২ শতাংশ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। অন্য দিকে, ছাঁটাই হবে প্রায় ১২.৩ শতাংশ পদ। অন্য দিকে, আগামী ৫ বছরে ভারতে ছাঁটাই হওয়া এবং চাকরি পাওয়া ব্যক্তিদের মোট সংখ্যা হবে চাকরির বাজারের প্রায় ২২ শতাংশ।