Facebook Youtube Twitter LinkedIn
...
শেষ হলো ঢাবির ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা

ব্যবসায় শিক্ষা অনুষদের ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হয়েছে এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। শনিবার (১২ মে) বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সব পরীক্ষায় সার্বিক সহযোগিতা যারা করেছেন এবং যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে, তাদের ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের মধ্য দিয়েই শেষ হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। প্রতিটি পরীক্ষা এবার আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষার তত্ত্বাবধানে যারা ছিলেন (শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, স্বেচ্ছাসেবী, সাংবাদিক) তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তাছাড়া যারা চারটি ইউনিটে পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে, তাদের অভিনন্দন ও বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই।

এবার পরীক্ষায় ‘গ’ ইউনিটে অংশ নিয়েছেন ৪১ হাজার ৩৬৮ জন ভর্তিচ্ছু। এতে আসন সংখ্যা এক হাজার ৫০টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ৩৯ জন প্রতিযোগী।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচটি ইউনিটের পরিবর্তে এবার থেকে চারটি ইউনিটের ভর্তি পরীক্ষা হয়। ৫ হাজার ৯৬৫ আসনের বিপরীতে চারটি ইউনিটে ২ লাখ ৯৮ হাজার ৫০০ জন ভর্তীচ্ছু আবেদন করেন। সেই হিসাবে প্রতি আসনের জন্য এবার ৫০ জন প্রার্থী ছিলেন।

এর আগে, গত ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা। এরপর ৬ মে হয় আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা।

ভর্তি নির্দেশিকা অনুযায়ী, ৬০ নম্বরের বহুনির্বাচনী ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফলের মানকে ২০ ধরে মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি করা হবে।
Collected From Risingbd