Facebook Youtube Twitter LinkedIn
...
চাকরি হারিয়েছেন ১৫ হাজারের বেশি কর্মী

গত মে মাসে বিশ্বে ১৫ হাজারের বেশি প্রযুক্তিকর্মী চাকরি হারিয়েছেন। মূলত বিভিন্ন অর্থনৈতিক কারণ ছোট ছোট প্রতিষ্ঠানসহ বড় কোম্পানির ওপর বিরূপ প্রভাব ফেলেছে, যার পরিপ্রেক্ষিতেই এ অবস্থা সৃষ্টি হয়েছে। খবর আইএএনএস।
চাকরি হারানো কর্মীদের সংখ্যা যাচাইকারী লেঅফস ডট এফওয়াইআইয়ের বরাতে টেকক্রাঞ্চ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চলতি মাসে ১৫ হাজারের বেশি প্রযুক্তিকর্মী চাকরি হারিয়েছেন। ২০২০ সালের মার্চে যখন কভিড-১৯ মহামারী আঘাত হানে তখন বিশ্বের ৭১৮টি স্টার্টআপ প্রতিষ্ঠান ১ লাখ ২৫ হাজার কর্মীকে অব্যাহতি দিয়েছে।
প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভয়াবহ পরিস্থিতির মুখে পড়ার আশঙ্কায় রয়েছে। মেটা ও টুইটার জনসম্মুখে নতুন করে কর্মী নিয়োগ বন্ধের ঘোষণা দিয়েছে। অন্যদিকে স্ন্যাপচ্যাটের মালিকানা প্রতিষ্ঠান স্ন্যাপ আয়ের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় নিয়োগ শিথিলের কথা জানিয়েছে।
সম্প্রতি ই-কমার্স প্লাটফর্ম ভিটেক্স এক ঘোষণায় তাদের ১৯৩ কর্মীকে অব্যাহতি দেয়ার কথা জানিয়েছে। পেপাল যুক্তরাষ্ট্রের স্যানজোসে সদর দপ্তর থেকে কয়েক ডজনের বেশি কর্মীকে অব্যাহতি দিয়েছে। বিশ্বের অন্যতম দুটি গৃহস্থালি পণ্য বিক্রেতা অ্যাপ গেটির ও গরিলাস চলতি সপ্তাহে অব্যাহতি প্রদানের ঘোষণা দিয়েছে। তুরস্কের প্রতিষ্ঠান গেটির বিশ্বে তাদের কর্মীর সংখ্যা ১৪ শতাংশ কমিয়ে আনার কথা জানিয়েছে। অন্যদিকে গরিলাস তাদের ৩০০ কর্মীকে অব্যাহতি দেয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে।
এক বিবৃতিতে ইনস্টাকার্ট উল্লেখ করে, গত বছর আমরা দেড় হাজারের বেশি কর্মী নিয়োগ দিয়েছি এবং আমাদের ইঞ্জিনিয়ারদের দল প্রায় দ্বিগুণ আকার ধারণ করেছে। বছরের দ্বিতীয়ার্ধের পরিকল্পনার অংশ হিসেবে বর্তমানে আমরা নিয়োগ কার্যক্রম শিথিল করেছি এবং আয় বাড়ানোসহ অন্য গুরুত্বপূর্ণ বিষয়ে মনোনিবেশ করেছি।
Collected from
bonikbarta.