Facebook Youtube Twitter LinkedIn
...
চবি ভর্তি পরীক্ষা: ‘ডি’ ইউনিটে পাস ৩৩%

চলতি বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘ডি’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩৯ হাজার ৭৭০ জন। পাস করেছেন ১৩ হাজার ৫৭ জন। আর ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।

শনিবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২২ ও ২৩ মে একাধিক শিফটে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছর ‘ডি’ ইউনিটে এবার ভর্তি পরীক্ষায় অংশ নেন ৩৯ হাজার ৭৭০ জন। পাস করেছেন ১৩ হাজার ৫৭ জন। আর ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ২৬ হাজার ৭১৩ জন শিক্ষার্থী।

এসব তথ্য নিশ্চিত করেছেন ‘ডি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।

তিনি বলেন, ‘আমরা আজ (শনিবার) ফল প্রকাশ করেছি। মোট ৩৯ হাজার ৭৭০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩ হাজার ৫৭ জন। পরীক্ষায় পাসের হার ৩২ দশমিক ৮৩ শতাংশ।’

চবির ‘ডি’ ইউনিটে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান/গণিত/অর্থনীতি ও মানসিক দক্ষতার ওপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়। জিপিএ’র ওপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের ওপর ফল তৈরি করা হয়।

প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হয় দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না। দ্বিতীয় বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের মোট নম্বর থেকে ৫ নম্বর কাটা হয়েছে।


Collecting From Bangla24 news