Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

ক্যারিয়ার গঠনে দক্ষতা উন্নয়ন কতটা জরুরি

image

প্রিতময় সেন
বর্তমানে বিভিন্ন বিষয়ে দক্ষতা উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন ছাড়া জীবনযাত্রার মানোন্নয়ন করা কঠিন। প্রযুক্তির উন্নতির সঙ্গে প্রতিযোগিতাও দিন দিন বাড়ছে। তাই এ প্রতিযোগিতায় টিকে থাকতে দক্ষতা উন্নয়নের বিকল্প নেই।
তাই উচ্চশিক্ষা অর্জনের পরও বেশিরভাগ মানুষ বেকার। কারণ একাডেমিক পড়াশোনার পাশাপাশি ভালো কোনো দক্ষতা না থাকা।
আমরা সবাই একটি উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করি। তাই ভবিষ্যৎ লক্ষ্য সামনে রেখে আগানোর জন্য আমাদের দক্ষতা উন্নয়নের দিকে গুরুত্ব দেওয়া উচিত। কারণ বর্তমান চাকরির বাজার অনেক প্রতিযোগিতামূলক।আমাদের পিছিয়ে পড়ার প্রথম কারণ হলো, আমরা নিজেদের অবহেলা করি। নিজেকে সময় দিতে হবে। যে কোনো কিছুর জন্য। প্রচুর ঘাটাঘাটি করতে হবে সব বিষয়ে। এতে নিজের দুর্বলতা এবং আগ্রহ দুটোই জানা যাবে।
কর্মক্ষেত্রে ভালো অবস্থান তৈরি করতে যোগাযোগ দক্ষতাও বাড়াতে হবে। তাছাড়া যার ইংরেজি বলার দক্ষতা এবং উপস্থাপন দক্ষতা ভালো থাকবে, তিনি অন্যদের চেয়ে এগিয়ে থাকবেন।
তাই আমাদের লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য ঠিক না থাকলে সঠিক পথে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই লক্ষ্য অর্জনের জন্য ধৈর্য থাকতে হবে। তবেই সাফল্য আসবে।
Collected From jagonews24


Related Posts

image

কোনোকিছু দ্রুত শেখার উপায় জেনে নিন

01/01/2025

Career Advice

আমরা যখন কোনো নতুন দক্ষতা আয়ত্ত করার কথা চিন্তা করি - হোক তা কোনো বাদ্যযন্ত্র বাজানো, নতুন ভাষা শেখা, বা খেলা - আমাদের বেশিরভাগই পুনরাবৃত্তির দিকে মনোনিবেশ করি। অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে, তাই না? স্নায়ুবিজ্ঞান

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে