ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না কেন?
23/08/2022
1207 Views
আমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন জাগে যে, আমি বিভিন্ন জবসাইটগুলোতে সিভি প্রোফাইল তৈরি করে বিভিন্ন জবে এপ্লাই করেই যাচ্ছি কিন্তু ইন্টারভিউ এর জন্য ডাক পাচ্ছি না । কিন্তু কেন?
আবার কারও কাছে মনেই হতে পারে হয়তো জবসাইটগুলোই ভূয়া। কিন্তু আসলে আপনার ইন্টারভিউ এর জন্য ডাক না পাওয়ার প্রধান কারন হচ্ছে অসম্পূর্ণ ও ভুলে ভরা সিভি প্রোফাইল।
আপনি যখন কোন জবে এপ্লাই করেন তখন আপনার সিভি প্রোফাইল পৌঁছে যায় জব পোস্টকারী কোম্পানির কাছে। কোম্পানি আপনাকে চিনে না, কোম্পানি দেখবে আপনার সিভি। একদিকে প্রতিযোগিতামূলক চাকরির বাজার তার উপর আপনার সিভি প্রোফাইল যদি অসম্পূর্ণ ও ভুলে ভরা হয়ে থাকে তাহলে আপনার চাকরির ইন্টারভিউয়ে ডাক পাওয়ার সম্ভাবনা একদমই নেই। কারনটা হচ্ছে, আপনার অসম্পূর্ণ ও ভুলে ভরা সিভি প্রোফাইল দেখার পর নিয়োগ কর্মকর্তাদের মাথায় একটা জিনিসই ঘুরবে, যে ব্যক্তি তার নিজের সিভি প্রোফাইলটা ঠিকভাবে তৈরি করতে পারে না তাকে আমাদের কোন কাজে আসবে না।
তাই একটা কথা স্পষ্টভাবে জানাতে চাই যে, প্রতিযোগিতার এই বাজারে চাকরি পেতে হলে দক্ষ হবার পাশাপাশি নিজের সিভি প্রোফাইলটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে। সকল ইনফরমেশন নির্ভুল হতে হবে এবং সিভি প্রোফাইলটা অসম্পূর্ণ রাখা যাবে না। তাহলেই ইন্টারভিউয়ে আপনার কল পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে।
তাই দেরি না করে আজই যত্নসহকারে আপনার সিভি প্রোফাইলটা করে ফেলুন।
collected from rmgjobs