জীবনে সফল হতে
20/09/2022
1064 Views
গবেষকরা বলছেন, জীবন প্রতিদিনই একটু একটু করে বদলে ফেলে সামনের দিকে যেতে হয়। আর এভাবে জীবনে উন্নতি করতে কিছু বিষয় মেনে চললে সুফল মেলে।
১. বলা হচ্ছে বর্তমান সময়ে মানুষও যেন কেমন কংক্রিট হয়ে যাচ্ছে। অর্থাৎ যান্ত্রিক জীবনে হাঁপিয়ে উঠছে মানুষ, যার ক্ষতিকর প্রভাব পড়ছে সব ক্ষেত্রেই। গবেষকরা পরামর্শ দিচ্ছেন, এ থেকে মুক্তি পেতে সুযোগ পেলেই প্রকৃতির সান্নিধ্যে যাওয়া প্রয়োজন। যেন জীবনের একঘেয়েমি কাটিয়ে আবারও নব উদ্যমে সবকিছু শুরু করা যায়। জীবনে এর প্রয়োজনীয়তা অপরিসীম।
২. ব্যায়াম-হাঁটাচলা শরীরের সুস্থতার জন্য জরুরি। আর যেহেতু শরীর মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেহেতু ব্যায়াম করা উচিত নিয়মমতো। যা জীবনকে বদলে দেবে।
৩. অনেকেই আছেন যারা কাজের দোহাই দিয়ে পরিবার কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে সময় কাটাতে চান না। গবেষকরা বলছেন, এ বিষয়টি জীবনে সফলতা আনে না। বরং এই এড়িয়ে যাওয়া বিভিন্ন ক্ষতিকর পরিস্থিতি সৃষ্টি করে। তাই পরিবার ও বন্ধুদের সঙ্গে মাঝেমধ্যেই সময় কাটানো কিংবা হাসি-আনন্দে মেতে ওঠা উচিত।
৪. যে কোনো কাজের ক্ষেত্রেই অন্যের সহযোগিতা কিংবা যে কোনো রকমের অংশগ্রহণ, যা আপনার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা জরুরি। এর ফলে দেখবেন আপনার প্রতিদিনকার জীবন আরও সুন্দর হয়ে উঠছে।
৫. মেডিটেশন বলতে গবেষকরা বলছেন, নিজের মধ্যে ডুব দিন এবং নিজের কাজের প্রতি একাগ্রতা সৃষ্টি করুন। আপনি সফল হবেন।
৬. জীবনের জন্য যেমন কাজের প্রয়োজন, ঠিক তেমনিভাবে বিশ্রামও দরকার। এর জন্য পরিমাণমতো স্বাভাবিক ঘুম খুবই গুরুত্বপূর্ণ। তাই নিয়ম করে ঘুমান। দেখবেন প্রতিটি কাজে আরও বেশি সতেজতা অনুভব করতে পারছেন।
Collection From dailyinqilab