Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

নতুন চাকুরী ভালো লাগছে না? কি করবেন?

image

নতুন চাকরী শুরু করেছেন, কিন্তু কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছেন না। কি করবেন?

আমাদের প্রকৃতিই এমন যে আমরা সহজে পরিবর্তন মেনে নিতে পারিনা, কিন্তু প্রতিদিন বদলাচ্ছে আমাদের কাজের পরিবেশ, উন্নয়ন তখনই সম্ভব যদি পরিবর্তন এর সাথে খাপ খাইয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি।

নতুন কাজ শিখতে, কলিগ দের সাথে মিশতে অথবা বিজনেস কিভাবে কাজ করছে বুঝে নিতে একটু সময় লাগতেই পারে সব গুলোতেই। কিন্তু নিজেকে একবার প্রশ্ন করুন তো, আপনি কি আসলে নতুন কোম্পানিতে খাপ খাইয়ে নিতে সমস্যা অনুভব করছেন কিনা, নাকি নিজের নতুন কাজটাকেই পছন্দ করতে পারছেন না?

খুঁজে বের করুন সমস্যা টা আসলে কোথায়ঃ

আগে ভাবুন আপনার সমস্যা আসলে কোন ক্ষেত্র নিয়ে-

নতুন মানুষ?

কোম্পানি কালচার?

নাকি যে প্রক্রিয়ায় কাজ হচ্ছে?

সমস্যা এবং সমাধান খুঁজে বের করার সময় এটাও মাথায় রাখতে হবে যে নতুন এই চাকরী বা কাজ ভবিষ্যতে আপনাকে কতটা সুবিধা দিবে।

আপনি কি নতুন কিছু শিখছেন? কাজের প্রক্রিয়া বা টেকনলজি হয়ত একটু জটিল, কিন্তু একবার শিখে ফেললে কি আপনার জন্য ভবিষ্যতে ভাল দক্ষতা হিসেবে কাজে দিবে?

এমপ্লয়ার বা সুপারভাইজর এর সাথে কথা বলুনঃ

যদি নিজে সমাধান খুঁজে না পান, তবে সুপারভাইজর এর সাথে একটি ইনফরমাল মিটিং সেট করুন। আপনার সমস্যার গুলো কি পয়েন্ট হিসেবে তুলে ধরুন। কথা বলুন আপনার নিজের এবং এমপ্লয়ার এর জন্য কি সমাধান ভাল হবে তা নিয়ে।

চাকরী ছাড়বেন ভাবার আগেঃ

বেকার থেকে চাকরী খোঁজার থেকে চাকরীতে থেকে চাকরী খোঁজা সহজতর। যদি কিছুতেই মানিয়ে নিতে না পারেন, তবে আগে নতুন অন্য চাকরীর নিয়োগপত্র নিয়েই বর্তমান চাকরী ছাড়ুন। আগের কোম্পানিতে যদি সম্পর্ক ভাল থাকে, তাদের সাথে কথা বলে দেখুন। অনেক কোম্পানিতেই আগের কর্মী পুনরায় নিতে চায়। তবে যাই করুন, বর্তমান চাকরী ছাড়ার জন্যই শুধু যেকোন চাকরীতে ঢুকে যাবেননা।

আমরা সবসময়ই ভাবি দোষ কোম্পানির , উন্নতির জায়গা কিন্তু সবসময়ই থাকে।

নতুন কোম্পানিতে আপনি হয়ত মানিয়ে নিতে একটু সময় লাগবে, অথবা চাকরীটাই আপনার জন্য না ভেবে নিয়েছেন, যেটাই করুন, হুট করে কোন সিদ্ধান্ত না নিয়ে সবসময় চিন্তা করে সিদ্ধান্ত নিবেন।

মোঃ আরিফুল হাসান (পল্লব)

সিনিয়র এইচ আর এক্সিকিউটিভ, এ সি আই লিমিটেড।
Collected from 
Jagojobs.com



Related Posts

image

নিজ গ্রামের প্রথম বিসিএস ক্যাডার নাসিম

19/04/2024

Inspiration

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্নাতক ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাসিম আহমেদ। তিনি হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ হতে বিবিএ (স্নাতক), এমবিএ (মাস্টার্স) সম্পন্ন করেছেন। সম্প্রতি তিনি ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তার গ্রামের ম

image

যে ৫ অভ্যাস আপনাকে সফল করবে

10/03/2024

Inspiration

সফল হওয়ার জন্য আপনাকে সব সময় সচেতন থাকতে হবে। কারণ নিজেকে সফলতার উচ্চ শিখড়ে পৌঁছানোর জন্য প্রয়োজন যথার্ত পরিশ্রম। এছাড়া আপনি সফল হতে পারবেন না। যা-ই করুন না কেন, কিছু ছোট ছোট কাজ আপনাকে লক্ষ্য অর্জনে সাহায্য করবে। সেস

image

কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়ানোর সহজ উপায়

06/03/2024

Inspiration

একজন আত্মবিশ্বাসী ব্যক্তি যেকোনো কাজ আরও ভালোভাবে পারফর্ম করার যোগ্যতা রাখে, ঠাণ্ডা মাথায় চ্যালেঞ্জ মোকাবিলা করে এবং শক্তিশালী পেশাদার সম্পর্ক স্থাপন করে। তাই আত্মবিশ্বাসী হওয়ার বিকল্প নেই। তবে মনে রাখতে হবে, অতিরিক্ত