Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

কীভাবে জয় করতে হয়

image

অনেকে বলেন, ‘আমার দ্বারা কিছু হবে না।’ অনেকের ধারণা, সবকিছু সবাইকে দিয়ে হয় না। এখন কথা হচ্ছে- আমরা কীভাবে বুঝবো, আমাকে দিয়ে কী হবে আর কী হবে না? আমাদের কপালে তো কিছু লেখা নেই যে, তুমি এটা হতে পারবে। এটা হতে পারবে না। তাহলে যারা মনে করে আমাকে দিয়ে কিছু হবে না তারা আসলেই মূর্খ।

পৃথিবীতে চেষ্টাই সব। যার চেষ্টা নেই; তার জয়ও নেই। কারণ কেউ আপনাকে জয়টা হাতে ধরিয়ে দিয়ে যাবে না। শত শত পরাজয়ের মধ্য থেকে লুকিয়ে থাকা জয়টা ছিনিয়ে আনতে হবে। যে একবার বুঝে যায়, কীভাবে জয় করতে হয়। সে সহজে হারতে শেখে না। তার গ্যালারিতে পরাজয় শব্দটা খুঁজে পাওয়া যায় না।

মানুষ পারে না এমন কিছু নেই। চীন কৃত্রিম ডিম ও প্ল্যাস্টিকের চাল বানিয়ে ফেলতে পারলে আপনি কেন পারবেন না? পৃথিবীতে সবকিছু মানুষের দ্বারাই সম্ভব। শুধু থাকতে হবে তীব্র প্রচেষ্টা আর প্রবল আত্মবিশ্বাস। অনেক ক্ষেত্রে দেখা যায়, একমাত্র আত্মবিশ্বাসই মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যার চেষ্টা আর আত্মবিশ্বাস প্রবল; সে-ই সফল ব্যক্তি।

সফলতার ইতিহাস খুলে দেখুন, যে ছেলেটা রক্ত দেখলে ভয় পেতো; সে এখন অপারেশন থিয়েটারে মানুষের রক্ত নিয়ে খেলা করে। যার মাথায় কখনো কোনো পড়াই ঢুকতো না, বই দেখলে মেজাজ খারাপ হতো; তিনিও এখন বড় কবি-সাহিত্যিক হয়ে গেছেন। যে আকাশে বিমান দেখলে ভয় পেতো; সেও এখন বিমানের পাইলট হয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়ায়।

‘আমি কেন পারবো না? আমাকে দিয়ে কেন হবে না? হতেই হবে’- মনের মধ্যে এসব প্রশ্ন তৈরি করুন। মনে রাখবেন, সফল হতে হলে আগে মনের মধ্যে জেদ আনতে হবে। ভয়ের কিছু নেই, সবই সম্ভব। কতদিন আর বাঁচবেন? যতদিন বেঁচে আছেন বিড়ালের মতো না বেঁচে সিংহের মতো বাঁচতে শিখুন।

নিজেই নিজের কাছে হেরে যাবেন না। নিজের কাছে হেরে যাওয়ার চেয়ে লজ্জার আর কিছু নেই। তাই এখনো সময় আছে, উঠে দাঁড়ান। জেনে রাখুন, আপনি যেখান থেকেই গর্জে উঠবেন; সফলতা সেখান থেকেই শুরু!
 
Collected From jagojobs

পৃথিবীতে চেষ্টাই সব। যার চেষ্টা নেই; তার জয়ও নেই। কারণ কেউ আপনাকে জয়টা হাতে ধরিয়ে দিয়ে যাবে না। শত শত পরাজয়ের মধ্য থেকে লুকিয়ে থাকা জয়টা ছিনিয়ে আনতে হবে। যে একবার বুঝে যায়, কীভাবে জয় করতে হয়। সে সহজে হারতে শেখে না। তার গ্যালারিতে পরাজয় শব্দটা খুঁজে পাওয়া যায় না।

মানুষ পারে না এমন কিছু নেই। চীন কৃত্রিম ডিম ও প্ল্যাস্টিকের চাল বানিয়ে ফেলতে পারলে আপনি কেন পারবেন না? পৃথিবীতে সবকিছু মানুষের দ্বারাই সম্ভব। শুধু থাকতে হবে তীব্র প্রচেষ্টা আর প্রবল আত্মবিশ্বাস। অনেক ক্ষেত্রে দেখা যায়, একমাত্র আত্মবিশ্বাসই মানুষকে অনেক দূর নিয়ে যেতে পারে। যার চেষ্টা আর আত্মবিশ্বাস প্রবল; সে-ই সফল ব্যক্তি।

সফলতার ইতিহাস খুলে দেখুন, যে ছেলেটা রক্ত দেখলে ভয় পেতো; সে এখন অপারেশন থিয়েটারে মানুষের রক্ত নিয়ে খেলা করে। যার মাথায় কখনো কোনো পড়াই ঢুকতো না, বই দেখলে মেজাজ খারাপ হতো; তিনিও এখন বড় কবি-সাহিত্যিক হয়ে গেছেন। যে আকাশে বিমান দেখলে ভয় পেতো; সেও এখন বিমানের পাইলট হয়ে দেশ-বিদেশ ঘুরে বেড়ায়।

‘আমি কেন পারবো না? আমাকে দিয়ে কেন হবে না? হতেই হবে’- মনের মধ্যে এসব প্রশ্ন তৈরি করুন। মনে রাখবেন, সফল হতে হলে আগে মনের মধ্যে জেদ আনতে হবে। ভয়ের কিছু নেই, সবই সম্ভব। কতদিন আর বাঁচবেন? যতদিন বেঁচে আছেন বিড়ালের মতো না বেঁচে সিংহের মতো বাঁচতে শিখুন।

নিজেই নিজের কাছে হেরে যাবেন না। নিজের কাছে হেরে যাওয়ার চেয়ে লজ্জার আর কিছু নেই। তাই এখনো সময় আছে, উঠে দাঁড়ান। জেনে রাখুন, আপনি যেখান থেকেই গর্জে উঠবেন; সফলতা সেখান থেকেই শুরু!
 
Collected From jagojobs



Related Posts

image

কোনোকিছু দ্রুত শেখার উপায় জেনে নিন

01/01/2025

Career Advice

আমরা যখন কোনো নতুন দক্ষতা আয়ত্ত করার কথা চিন্তা করি - হোক তা কোনো বাদ্যযন্ত্র বাজানো, নতুন ভাষা শেখা, বা খেলা - আমাদের বেশিরভাগই পুনরাবৃত্তির দিকে মনোনিবেশ করি। অনুশীলন মানুষকে নিখুঁত করে তোলে, তাই না? স্নায়ুবিজ্ঞান

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে