Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

CBI কিভাবে হওয়া যায়? সিবিআই (CBI) অফিসারের কাজ, মাসিক বেতন | How to Become CBI in Bengali

image


CBI কি? (What is CBI) 
সিবিআই (CBI) হচ্ছে ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা এবং নিরাপত্তা সংস্থা। যেটি দেশের বিভিন্ন বড়ো বড়ো অপরাধের তদন্ত করে থাকে। 

টিভিতে বিভিন্ন নিউজ চ্যানেলে আপনি দেখতে পাবেন নাম করা নেতাদের অপরাধের কেস গুলি CBI অফিসারদের মাধ্যমে তদন্ত করানো হচ্ছে।   
CBI এর সম্পূর্ন নাম (CBI Full Form in Bengali) 
CBI কথার সম্পুর্ন নাম বা Full Form হলো- Central Bureau of Investigation. বাংলায় এর অর্থ হলো- কেন্দ্রীয় তদন্ত ব্যুরো। CBI (সিবিআই) হলো ভারতের সবথেকে বড়ো তদন্তকারী সংস্থা যা বিভিন্ন অপরাধ এবং রাষ্ট্রীয় সুরক্ষা সংক্রান্ত মামলার তদন্ত করে।

CBI এর মুখ্য কার্যালয় (CBI Headquarter)
সিবিআই (CBI) এর মুখ্য কার্যালয় বা হেড কুয়ার্টার ভারতের নতুন দিল্লিতে রয়েছে।
CBI অফিসার হওয়ার যোগ্যতা (CBI Officer Eligibility Criteria) 
এইবার আমরা জেনে নেবো CBI অফিসার হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগে, বয়সসীমা কত হতে হয়, উচ্চতা ও বুকের মাপ কত থাকতে হয়- ইত্যাদি বিষয়ে। 

শিক্ষাগত যোগ্যতা (CBI Officer Educational Qualification)

CBI অফিসার হওয়ার জন্য আপনাকে যে কোনো স্বীকৃতিপ্রাপ্ত ইউনিভার্সিটি থেকে যেকোনো বিভাগে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।
সিবিআই (CBI) অফিসার কিভাবে হওয়া যায়?
এইবার আমরা জানবো CBI অফিসারের চাকরি কিভাবে পাওয়া যায়? সেই সম্পর্কে। 

CBI অফিসার সাধারনত দুইভাবে হওয়া যায়। এক, সরাসরি প্রতিযোগিতামূলক পরীক্ষা (Competitive Exam) দেওয়ার মাধ্যমে আর দুই, পুলিশ বিভাগের কোনো চাকরির ডেপুটেশন অর্থাৎ প্রোমোশনের মাধ্যমে। 

গ্রুপ-A সিবিআই অফিসার হওয়ার জন্য আপনাকে UPSC CSE পরীক্ষা দিয়ে IPS হতে হবে। মোটামুটি সাত বছর চাকরি করার পর আপনি CBI অফিসার হতে পারবেন।
CBI-তে ডেপুটি এসপি (Deputy SP) পদে চাকরি করার জন্যও আপনাকে UPSC সিভিল সার্ভিস পরীক্ষা দিতে হবে। তবে যদি ভ্যাকান্সি থাকে তবেই আপনি এই পদে নিযুক্ত হতে পারবেন।
সিবিআই (CBI)-তে ইন্সপেক্টর এর পদের জন্য Staff Selection Commission- Combined Graduate level (SSC CGL) পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা সম্পর্কে নিচে আলোচলা করা হলো। 

(1) Tier 1 পরীক্ষা- 

200 নম্বরের MCQ টাইপের পরীক্ষা।
সময়সীমা থাকে 2 ঘন্টা।
কম্পিউটার বেসড পরীক্ষা (CBT) হয়। 
(2) Tier 2 পরীক্ষা- 

দুটো পেপারের পরীক্ষা হয়।
200+200 মোট 400 নম্বরের পরীক্ষা।
সময়সীমা থাকে 2 ঘন্টা+2 ঘন্টা।
এটিও কম্পিউটার বেসড (CBT) MCQ পরীক্ষা। 

(3) Tier 3 পরীক্ষা-

100 নম্বরের Descriptive পরীক্ষা। 
(4) Tier 2 পরীক্ষা– 

কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়।
ফাইনাল নির্বাচনের পর নির্বাচিত প্রার্থীকে ৯ মাসের ট্রেনিং এর জন্য পাঠানো হয়। ট্রেনিং পিরিয়ড শেষ হলে কাজে নিয়োগ করে দেওয়া হয়। এরপর নির্দিষ্ট টাস্কে একজন CBI অফিসারকে কাজ করতে হয়। 

collected from kajkorrmo



Related Posts

image

যে ৩ দক্ষতা জীবনে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে

24/09/2024

Career Advice

কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে সাফল্য কেবল কঠোর পরিশ্রম এবং ত্যাগের মাধ্যমেই আসে না, প্রয়োজন আরও বেশি কিছু। কিছু বেসিক স্কিল আমাদের জীবনযাত্রার মান এবং ব্যক্তিগত বিকাশকে উন্নত করতে পারে। এই প্রয়োজনীয় দক্ষতাগুলো আয়ত্ত

image

প্রতিদিনের যেসব অভ্যাস আপনাকে সফল করবে

24/09/2024

Career Advice

সাফল্য একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং অবিচলিত প্রচেষ্টা। একবারে সবকিছু করার চেষ্টা করার পরিবর্তে, প্রতিদিন একটু একটু কাজ করলে তা আপনাকে আপনার লক্ষ্যের দিকে ধাপে ধাপে এগিয়ে যেতে সহায়তা করবে। এটি আপনার স্বপ্নকে বাস্তবে

image

৫ মাসে আপনার জীবন পরিবর্তন করবেন যেভাবে

24/08/2024

Career Advice

২০২৪ শেষ হতে আর মাত্র ৫ মাস বাকি আছে। আসলে ৫ মাসও নেই, আরও কম। আমাদের মধ্যে অনেকেই বছরের শেষে নিজেকে আরও ভালো অবস্থানে দেখতে চান নিশ্চয়ই? সময় এখনও শেষ হয়ে যায়নি। সবার আগে ঝেড়ে ফেলতে হবে হতাশা। আপনাকে বিশ্বাস করতে হবে