বিজ্ঞপ্তির তিন বছর পর অবশেষে ডিসেম্বরে ১৭তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা হতে যাচ্ছে। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এ পরীক্ষা। এবার চারটি মানদণ্ডের ভিত্তিতে লিখিত পরীক্ষায় প্রার্থী সংখ্যা নির্বাচন করা হবে। এতদিন পাশ নম্বর পেলেই সবাইকে উত্তীর্ণ বা সনদধারী হিসাবে ঘোষণা করা হতো।
প্রার্থী নির্বাচনের মানদণ্ড হলো-কর্তৃপক্ষ, এলাকা, বিষয় এবং পদভিত্তিক নিরূপিত শিক্ষকের শূন্য পদের ভিত্তিতে প্রয়োজনীয়তা অনুসারে ঐচ্ছিক বিষয়।
এক মাস ছুটি নিয়ে তিন বছর অনুপস্থিত থাকা নীলফামারী সদরের ডোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসাররাত জাহান অবশেষে অসুস্থতার কারণে চাকরি থেকে ইস্তোফা দিয়েছেন। দাপ্তরিক কাজ করা তার পক্ষে সম্ভব না জানিয়ে তিনি চাকরি থেকে ইস্তেফার জন্য আবেদন করেছেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকা প্রধান শিক্ষক সরকারি ডাকযোগে উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর ও যথাযথ কর্তৃপক্ষের কাছে হাতে লেখা একটি লিখিত আবেদন করেন।
দেশের বিপুলসংখ্যক তরুণের অনেকেই চাকরি খোঁজার পরিবর্তে নিজের দক্ষতা, যোগ্যতা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগাচ্ছেন। নিজেই নিজের কর্মসংস্থান তৈরি করছেন তারা। পাশাপাশি অসংখ্য বেকারের চাকরিরও সংস্থান করছেন। সরকারও উদ্যোক্তা তৈরিতে উৎসাহ জোগাচ্ছে।
‘এই স্বাধীনতা পূর্ণ হবে না যদি এ দেশের মানুষ, যারা আমার যুবক শ্রেণি আছে, তারা চাকরি না পায় বা কাজ না পায়।
বেকার বসে না থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ আয় করেছেন বেকার যুবকরা। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে অনেকের। এমন উদ্যোগে সফল হয়েছেন বেকার যুবক আমিরুল ইসলাম ও মো. রানা।
একসময় বেকার থাকলেও প্লাস্টিকের বোতল সংগ্রহ করে আশার আলো দেখছেন তারা। ঢাকার নবাবগঞ্জের নূরনগর গ্রামে বিভিন্ন জেলা থেকে আসা বেকার যুবকরা বেকারত্ব দূর করে প্লাস্টিকের বোতল সংগ্রহ আয় করছেন।
উচ্চশিক্ষা গ্রহণ করা মানেই কি চাকরি খোঁজা? শিক্ষিত হওয়া মানেই কি সরকারি, কর্পোরেশনের কিংবা অন্যের অফিসে চাকরি করা?
প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার এক সমাবেশে বলেছেন, ‘উচ্চশিক্ষিত হয়ে চাকরি খোঁজা মানে নিজ পরিবারের ভরণপোষণের চিন্তা করা, এটি এক ধরনের স্বার্থপরতা।’ কথাটি কিন্তু একেবারে অযৌক্তিক নয়।