চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের কার্যক্রম শেষ হতে পারে অক্টোবরের মধ্যে। এ নিয়োগের পর চলতি বছরই প্রাথমিকে আরও ৩০ হাজার শিক্ষক নিয়োগের কাজ শুরু হবে। অন্যদিকে, অক্টোবরে ৭০ হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে চেষ্টা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
নতুন শিক্ষাক্রম অনুযায়ী মাধ্যমিক পর্যায়ে পাঠদানরত শিক্ষকদের বিষয় নির্ধারণের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের শিক্ষকদের বিষয় নির্ধারণ করে ডেটাবেজে এন্ট্রি দিতে হবে।
২০২২ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
সোমবার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী বলেন, আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও প্রশ্ন ফাঁসের গুজবমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে।
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১৪তম নিবন্ধনধারী ৪৮৩ জনকে নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার চারটি পৃথক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কাশেফা হোসেন ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিয়োগ না দেয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন নিবন্ধিত প্রার্থীদের একাংশ। তারা প্যানেলের বদলে প্রচলিত পদ্ধতিতে জাতীয় মেধা তালিকা থেকে শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। একইসঙ্গে দ্রুত চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিয়োগ নিয়োগের দাবি প্রার্থীরা। তবে, গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের বাদ দিয়ে একটি আবেদনের মাধ্যমে শিক্ষক পদে নিয়োগের দাবি জানিয়েছেন।